কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে, আর কয়েকদিন পরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।
এবছর উপজেলার ২১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এই পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বুধবার ২ অক্টোবর দুপুর ১২টার দিকে ইউএনও মোঃ আসাদুজ্জামান বিভিন্ন মন্ডপ পরিদর্শনে যান।
এসময় তিনি সকল মন্দির কমিটির নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখা ও প্রশাসনের পক্ষ থেকে সকল নির্দেশনা বাস্তবায়নের আহবান জানান। ইউএনও এসময় বলেন, আমরা ধর্ম বর্ন নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান জানান। তিনি বলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। পরে ইউএনও সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অভিযোগে এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।