নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে দীর্ঘ ২ মাস পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ঢাকার আরিজ ফাউন্ডেশন।
গতকাল পানিবন্দি এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রি এবং পানি বাহিত রোগে আক্রান্তদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করে সংগঠনটি।
এসময় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু পেঁয়াজ, তেল ও ঔষধ সামগ্রি তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য: টানা বর্ষনে আশাশুনির কাদাকাটি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও সেখানের পানি নিস্কাশনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। এছাড়া খাদ্য সংকটেও ভুগছে বহু মানুষ।