মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। সকালে বৃষ্টির কারণে বেশিরভাগ স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে পবিত্র ঈদ- উল ফিতরের নামাজ আদায় করেছে ধর্ম-প্রাণ মুসল্লীরা। সাতক্ষীরা কেন্ত্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় পবিত্র ঈ-উল ফিতরের নামাজ শুরু হয় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. রফিক উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, আবু আফফান রোজ বাবুসহ বিভিন্ন শ্রেণি- পেশার বিপুলসংখ্যক মানুষ। নামাজে ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়াও বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়-
কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা-১৫ মিনিটে, সাতক্ষীরা স্টেডিয়াম ও পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টা-১৫ মিনিটে, সুলতানপুর জামে মসজিদে ৮টা-১৫ মিনিটে, পি.এন.স্কুল এন্ড কলেজ চত্বরে শহর আহলে হাদিস এর সকাল ৮টা-৩০মিনিটে, মধুমাল্লারডাঙ্গী জামে মসজিদে সকাল ৮টা -১৫ মিনিটে, ইটাগাছা আয়েনউদ্দিন মহিলা মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯টায়, পুরাতন সাতক্ষীরা ছয়আনি জামে মসজিদে সকাল ৯টায়, কাশেমপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আবহাওয়া না থাকলে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে, লাবসা ফুটবল ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে, বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাত।
পূর্ববর্তী পোস্ট