পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে ভারত। অজিঙ্কা রাহানের (১০৩) সেঞ্চুরি ও কুলদিপ যাদবের বোলিংয়ে হেসে খেলেই ম্যাচ জিতেছে কোহলিরা।
এর আগে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান, উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের সামনে মাত্র ৪৩ (ডিএল) ওভারে ৩১১ রানের টার্গেট দেয় ভারত। রাহানের সেঞ্চুরির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুরন্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান এদিনও হাফ সেঞ্চুরি(৬৩) করেন।
আর কোচ বিবাদ মাঠের বাইরে ফেলে রেখে বিস্ফোরক ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি(৬৬ বলে ৮৭)। এদিন রান পাননি যুবরাজ সিং(১৪)। ক্যারিবিয়ানদের হয়ে জোসেফ দু’টি উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের হয়ে শাই হোপ সর্বোচ্চ ৮১ রান করেন। ভারতের হয়ে কুলদিপ যাদব ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন অজিঙ্কা রাহানে।