নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জামায়াত নেতা পিতাকে না পেয়ে ৯ম শ্রেণি পড়–য়া শিশু পুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামী সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে সাতক্ষীরা শহরের একটি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত আব্দুল গণি হাড়দ্দহা গ্রামের মৃত মোহাম্মাদ গাজীর পুত্র। তিনি ভোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য: গত ২০১৪ সালের ১৭ জানুয়ারি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের ইন্ধনে এসপি মঞ্জুরুল কবির, সার্কেল কাজী মনিরুজ্জামান এবং ওসি এনামুল হকের নেতৃত্বে পুলিশের সদস্যরা বাদী শহর আলীর বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবনের ভয়ে তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবেশির বাড়িতে আশ্রয় গ্রহণ করে। বাড়িতে কাউকেনা পেয়ে বাড়িতে থাকা শিশুপুত্র আবু হানিফ ছোটনকে তুলে নিয়ে যায়। পরে ভোমরা স্থলবন্দরের লাভলু স্কেল সামনে ফাঁকা স্থানে ছোটনের শরীরে তিনটি গুলি করে হত্যা করে। এঘটনায় ১০ বছর পর নিহতের পিতা বাদী হয়ে আব্দুল গণিসহ ২৬ জনকে আসামী করে গত ২২ আগস্ট ২৪ তারিখে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি সদর থানাকে এফআইয়ারের নির্দেশ দেন। ##