চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বার কাউন্সিলের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষে বিক্ষোভ, কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জজকোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড আকবর আলীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন আবু সাঈদ রাজা।
বক্তব্য রাখেন, নারী শিশু পিপি আলমগীর আশরাফ, মোস্তফা জামান, সিরাজুল ইসলাম,সাহারিয়ার হাসিব, মাগফুর রহমান, জালাল উদ্দীন, নজরুল ইসলামসহ অন্যরা। এসময় বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি