প্রেস বিজ্ঞপ্তি : উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম।
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকউজ্জামান ডেভিড ও ছড়াকার আহমেদ সাব্বির। মোট ৮টি গ্রুপে ২৪টি খেলায় ১২৫জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অতিথিগণ বলেন, শিশুর মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। শিক্ষায় বিনোদন অপরিহার্য। শিশুর মন কোমল। এই কোমল মনকে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে। শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রস্ফুটিত করতে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রম পরিচালিত হয়, যা শিশুর মননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিঠা উৎসব ও ফল উৎসবের মতো ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে আমাদের চিরগৌরবের ঐতিহ্যকে গেঁথে দেয়। বক্তারা শিশুর সৃজনশীলতার বিকাশে প্রীতিকর পরিবেশে শিক্ষা প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। ##