ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরায় বিশিষ্ট ব্যবসায়ী, এসপি গোল্ডেন লাইন পরিবহনের পরিচালক মো.জুনায়েদ হোসেন লস্কর বায়রনের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি)বাদ যোহর সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে বায়রন লস্করের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, পৌরসভা মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী ডা.আবুল কালাম বাবলাসহ অসংখ্য গুনো গ্রাহী উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠ বায়রন লস্করের জানাজা নামাজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।
এর আগে, শনিবার ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টায় দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।
তিনি কাটিয়া লস্কর পাড়ার মৃত শাহাদাৎ হোসেন লস্করের মেজ ছেলে ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ভাইপো। তার স্থী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার অপর দু’ভাই বড় মিঠু লস্কর ও ছোট মো.জাকির হোসেন লস্কর শেলী। তারাও সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বায়রন লস্করের জানাজা নামাজ শেষে তাকে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন পুরাতন মারকাজ বা জামে মসজিদের পেশ ইমাম।