কে এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় গত কয়েকদিন আগে যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে এবং আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি সরকারী কেবিএ কলেজ থেকে শুরু হয়ে সখিপুর মোড়ে এসে শেষ হয়।
এখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সহ-সমন্বয়ক রায়হান কবির, উপজেলার সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ, উপজেলার সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যে ফ্যাসিস্টদের হাতে এখনো ছাত্র জনতার রক্ত লেগে আছে আর এখনো দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।