জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের হাটের মোড়ে তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা পৌর তাঁতীদলের আয়োজনে পৌর তাঁতীদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন লালটুর সভাপতিত্বে এবং নাজমুল হুদা ও মোশাররফ হোসেনের সঞ্চালনায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।
মাগরিবের নামাজের পরে মাওলানা শাহাজাহান কবিরের পরিচালনায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দোয়া করা হয়েছে।
এছাড়াও উক্ত দোয়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জিয়া পরিবারের সকল সদস্যসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ- সভাপতি মোঃ শেখ মিলন, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ আলী, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সাহেব আলী, সদস্য সচিব নাহিদ হাসান টিপু, সিঃ যুগ্ম আহ্বায়ক আবু তুহিন, পৌর বিএনপি সদস্য নাছির উদ্দিন বাবু, জেলা তাঁতীদলের সদস্য মনিরুজ্জামান মনি, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, গোরা, ইউনুছ, বড় খোকন, আসাদুজ্জামান বাবু, রুবেল, সিয়ারুল প্রমুখ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলেই তাদের স্ব স্ব এলাকায় খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি। সবাইকে সকল বিতর্কের উর্দ্ধে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি