নারী কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় রিইব সংস্থার বাস্তবায়নে তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং রিইব হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী বেহানা পারভীনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য ছায়া বিশ্বাস, চন্দ্রশেখর দাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, কবরি সরকার, কাকলি দাস, রায়হান, মিজানুর রহমান প্রমূখ। এ সময় সদস্যবৃন্দ তাদের ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, স্থানীয় সেবাদানকারীদের সাথে এডভোকেসি, ঝরে পড়া শিশুদের ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য সততা ফান্ড তৈরি করা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।
সভায় কন্যা শিশুর প্রতি নির্যাতন নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় সভায় অতিথির বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী বিকাশ কুমার দাশ।প্রেস বিজ্ঞপ্তি