নিজস্ব প্রতিনিধি :
আহছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক।
সম্মেলনের উদ্বোধনী পর্বে আহছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ম-সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্জ চৌধুরী মো. আমজাদ হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শাখা মিশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে দলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে দিনব্যাপী দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন’ প্রতিপাদ্যে এই সম্মেলনে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশে শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ, আহছানিয়া মিশন অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ প্রায় এক হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় ১৮৫টি শাখা মিশন এবং ভারত, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় ১৫টি মিশন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।