প্রেস বিজ্ঞপ্তি : ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনায় এলাকার রোজাদারদের সম্মানে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ রমজান, সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এলাকার কয়েকশত নারী-পুরুষ পৃথকভাবে অংশগ্রহণ করেন।
এসময় বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর বাসভবনের সামনের চত্ত¡রে ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া এলাকার যেসব মানুষ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পবিত্র রমজান মাসে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলী দোয়া ও আশীর্বাদ কামনা করেন। আলোচনা, দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা মঈনুল ইসলামসহ স্থানীয় সকল মসজিদের খতিব ও ইমামগণ।