মেলোডী শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেলোডী শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় পুরাতন সাতক্ষীরা বাজারের নিকটস্থ মেলোডী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে ইসলামী সংস্কৃতি উন্নয়নে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব টিভি নাট্য পরিচালক মো: মুছা করিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আক্তারুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর শামসুজ্জোহা, সুন্দরবন স্কুল এন্ড কলেজের শিক্ষক আহছান আরিফ, খাদিজাতুল কোবরা মাদ্র্রাসার শিক্ষক ফরিদ উদ্দীন মাসউদ, কৃষিবিদ ও বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি জিয়াউল হক, আলেমেদীন মাওলানা মোহাম্মাদ আলী, সহকারী নাট্য পরিচালক আসিফুল আলম, সাহিত্যিক রুহুল আমিন ময়না, ইসলামী সংগীত শিল্পী টিপু সুলতান, শিল্পী জাহিদ হাসান, অভিনয় শিল্পী হযরত আলী, ওয়াদুদ শাহী, সৈকত প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আ: হামিদ। বক্তারা ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী সংস্কৃতি লালন ও পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি