ল স্টুডেন্টস ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ রমজান সাতক্ষীরা ল কলেজের এম এ গফফার হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম।
গভর্নিং বডির সদস্য এড. এমদাদুল হক, এড. প্রণব কুমার সরকার. এড. আ ক ম সামসুদ্দোহা, এড. ফজলুর রহমান, কলেজের শিক্ষক এড. হাসনা হেনা খান, এড. ফেরদৌসী ইফতেখার লুছি, এড. লাকী ইয়াসমিন, কলেজের প্রশাসনিক কর্মকর্তা আছাদুল হক লাভলু, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রায়হান, সাবেক সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন সাজু, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দিন রানা, বিপ্লব হোসেনসহ বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সাতক্ষীরা ল কলেজের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ল কলেজের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করতে কলেজের সাবেক ও বর্তমানসহ সকল শিক্ষার্থীদের দ্রæত রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছেন পূর্তি উদযাপন কমিটি। প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা ল কলেজ সুনামের সাথে দীর্ঘ ৪০ বছর ধরে আইনের শিক্ষার্থীদের জ্ঞান দান করে যাচ্ছেন। কলেজের এ সুনাম ধরে রাখতে শিক্ষার্থীসহ শিক্ষকদের প্রতি উদ্যাত্ত আহŸান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি