নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার পুলিশ, বিআরটিএ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শহরের মাষ্টার ট্রাভেলস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।
রবিবার (৬ এপ্রিল ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে অবস্থিত মাষ্টার ট্রাভেলস পরিবহণ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে, বিআরটিএ ও সঙ্গিয় পুলিশ ফোর্সদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মাষ্টার ট্রাভেলস পরিবহণকে মামলাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনাকারী সাতক্ষীরার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, ঈদ পরবর্তী নির্বিঘ্নে যাত্রীসেবার মান নিশ্চিত করতে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয় করছেন (ধারা ৪০) ভঙ্গ করাই মাষ্টার ট্রাভেলস পরিবহণকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না মর্মে সতার্ক করা হয়েছে।
তিনি আরও জানান, সাতক্ষীরার শহরে অবস্থিত পরিবহণ কাউন্টার ও কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে নির্ধারিত রুটভিত্তিক ভাড়ার তালিকা বড় আকারে প্রকাশ্যে টাঙ্গানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া দেখতে পারেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ না থাকে।