তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার খেশরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু খেশরা গ্রামে শ্যাম কুমার দাশের মেয়ে সৃজা দাস (৩)।
খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, দুপুরের দিকে শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে নেমে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।