আপোষহীন নেত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় তাকে শুভেচ্ছা জানিয়েছে র্যালি করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় এড. মোঃ আকবর আলী পরিচালনায় বক্তব্য রাখেন এড সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড এ এস এম আশরাফুল আলম, এড. কামরুজ্জামান ভুট্টো।
এই সময় উপস্থিত ছিলেন এড.গোলামগনি দুদু, এড মোস্তফা জামান, এড্ শেখ আলমগীর আশরাফ, এড. এবিএম সেলিম, এড,জি এম ফিরোজ, এডএবিএম ইমরান হোসেন শাওন, এড. সিরাজুল ইসলাম, এড নজরুল ইসলাম, এড. আব্দুল জলিল, এড.সুমন, এড.জিয়াউর রহমান, এড বায়েজিদ, এড.ওয়ালিউল্যা, এড.জামাল উদ্দীন, এড আবু সাইদ রাজা, এড.সালাউদ্দিন এড. জাহাঙ্গীর আলম আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি