প্রেস বিজ্ঞপ্তি :
জনপ্রিয় নিউজ পোর্টাল গ্রামের কথা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের ম্যানগ্রভ সভাঘরে এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দিনকালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামের কথা নিউজ পোর্টাল’র সম্পাদক ও দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, মাছরাঙা টিভি ও দৈনিক আমাদের আমাদের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি এম বেলাল হুসাইন।
দৈনিক লাখোকন্ঠ ও দি ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্ট এর আইনজীবী মো. আবু তালেব, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিঠুন, একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী। এসময়সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।