মেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠন করা হয়েছে। শুক্রবার শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্পী সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পী গোষ্ঠীর সদস্য মো: জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও হাজারো শিল্পীদের ওস্তাদ টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আ: সেলিম। আলোচনা শেষে উপস্থিত শিল্পীদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিন হন শেখ বোরহান উদ্দীন ডাবলু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রভাষক আহসান হাবিব,সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: ইবাহিম হোসেন ও মো: ওয়াদুদ শাহী, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক মুজাহিদ আল মাসউদ, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ হাসান, দপ্ত সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: নুর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাজিদ হাসান সৈকত, নাট্য সম্পাদক মো: হযরত আলি, নির্বাহী সদস্য হিসেবে নাজিম উদ্দীন, রাশেদুজ্জামান, সিরাজুল ইসলাম ও আ: সবুর নির্বাচিত হন।
##