সাতক্ষীরার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিস্টার ম্যানেজমেন্ট কোর্স সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত ১৯-২৩ মে ২০২৫ অনুষ্ঠিত কোর্সে কোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত।
কোর্স সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে আছেন খুলনা জেলা স্কাউটসের এএলটি খানজাহান আলী, সাতক্ষীরা জেলা রোভার এর সাবেক সম্পাদক এস এম আব্দুর রশিদ, মাগুরা জেলার রওশন আরা পারভীন, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রæপের সম্পাদক নাজমুল হক প্রমুখ।
২২ মে রাতে তাঁবুজলসায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল মিয়া, প্রধান স্কাউটস ব্যক্তিত্ব ছিলেন খুলনা অঞ্চলের কমিশনার আবু হান্নান, উপস্থিত ছিলেন খুলনা অঞ্চরের সহ সভাপতি ঈদুজ্জামান ঈদ্রিস। সাতক্ষীরা জেলা স্কাউটস এর সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় তাঁবুজলসার আরও উপস্থিত ছিলেন জেলা কমিশনার আব্দুল মাজেদ, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মনোরঞ্জন, দিবা-নৈশ কলেজের আরএসএল আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রশিক্ষণে রোভার স্কাউট ও স্কাউট লিডাররা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি হাতে-কলমে গ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি