শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ ব্যক্তি গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আহতদের সূত্রে জানা যায়, পাশাপাশি বসবাস থাকায় সীমানার ঘেরা বেড়া ভাংচুরকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টায় প্রতিপক্ষ ধূমঘাট গ্রামের জলিল গাজীর পুত্র ইলিয়াস, কেরামত ও কেরামত সরদারের পুত্র রহিম, করিম ও নবাব আলী এবং এবাদুল গাজীর পুত্র আলমগীর দলবদ্ধ হয়ে সীমানার ঘেরা বেড়া ভাংচুর করে। একই গ্রামের সামছুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান মাসুম, মঈজুদ্দিন সরদারের পুত্র সামছুর, সামছুর এর স্ত্রী রহিমা খাতুন, হেতালখালী গ্রামের আফতাব গাজীর পুত্র নজরুল, নজরুল এর পুত্র ইমদাদ বাধা দিলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী মারপিট করে গুরুত্বর জখম করে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পড়লে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে কেটে পড়ে। স্থানীয়রা আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান মাসুম বাদি হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। এ রিপোর্ট লেথার সময় মামলার প্রস্তুতি চলছিল।
পূর্ববর্তী পোস্ট