নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠ পাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ঢালী সাঈদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন। এসময় তিনি বলেন, আপনারা এমন ব্যক্তিকে নেতা তৈরি করবেন। যিনি সুখে দুখে মানুষের পাশে দাড়ায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। যারা দলের দু:সময়ে রাজপথে ছিলো। আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলো। এছাড়া যারা দলের জন্য নিবেদিত প্রাণ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব শাহ মো: কামরুজ্জামান কামু, জেলা মহিলাদলের সাবেক নেত্রী সাথী, ময়না,মনু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক শ্রমিকদল নেতা নবাবজান, ইদুজ্জামান ইদ্রিসসহ অন্যরা।##