নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল ওহাবসহ অন্যরা।
কালিগঞ্জ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, আমরা যে আলো পেয়েছি তা ৭১ এর পরাজিত শক্তি যেন নিভিয়ে দিতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন। এছাড়া আগামী নির্বাচনে আমাদের দল যে ব্যক্তিকে মনোনয়ন দিবেন তাকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন। ###