প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও দক্ষিণের মশাল সম্পাদক আশিক ইলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রথম আলো জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা: মহিদার রহমান, রূপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মমিন, ভোরের আকাশ জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুর, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, দৈনিক আজকালের খবরের মোহাম্মদ তৌহিদুজ্জামান, কালবেলার গাজী ফরাদ, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ভোরের চেতনা পত্রিকার ব্যুরোচিফ বরুণ ব্যানার্জি। সহযোগী হিসেবে ছিলেন সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি সানজিদুল হক এবং জেলা প্রতিনিধি মোহাম্মদ রমজান।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সাংবাদিকতার অঙ্গীকার নিয়েই ভোরের চেতনার পথচলা। ২৭ বছর ধরে এই পত্রিকা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।” তারা বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অগ্রদূত, তাই দায়িত্বশীল সাংবাদিকতার প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

