প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভার মেট এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় ছফুরননেছা মহিলা কলেজে তাঁবু জলসা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা রোভারের সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার কমিশনার ও ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।
কোর্স এর কাউন্সিলর ইয়াছিন আলী ও জেলা রোভার এর রোভার নেতা প্রতিনিধি আকুঞ্জি সেলিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বিশ্বাস, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার সরকার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, জেলা রোভার এর সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, ডি আর এস এল পবিত্র কুমার দাস,
রোভার নেতা যথাক্রমে জাহীদ হোসেন, আকবর হোসেন, তানভীর আহমেদ, অংকর কুমার মন্ডল, আবুল বাশার পল্টু, ফারহা দিবা খান সাথি, মফিজুর রহমান, মহাসিন হোসেন, দিনেশ কুমার, ফাহমিদা খাতুন, শিরিন সিদ্দিকা, নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক ই আহমেদ প্রাপ্তি প্রমুখ। ক্যাম্পে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক রোভার এবং গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।

