প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ কর্তৃক বাস্তবায়িত এবং BMZ ও WHH-এর সহায়তায় সাতক্ষীরা জেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ৪০ জন উপকারভোগীর মাঝে দেশীয় ব্লাকবেঙ্গল ছাগল বিতরণ করা হয়।
“কমিউনিটি–লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড ইন কোস্টাল এরিয়া” প্রকল্পের আওতায় আজ সোমবার বিকেলের এই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম। তিনি বলেন, “সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা জলবায়ু পরিবর্তনের চাপে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এই উদ্যোগ তাদের বিকল্প ও টেকসই আয়ের সুযোগ তৈরি করবে।”
অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু সহনশীল ও টেকসই জীবিকা নিশ্চিত করার অংশ হিসেবে ছাগল পালন প্রশিক্ষণ, পশুপাখির স্বাস্থ্যসেবা, গৃহপালিত প্রাণীর খাদ্য ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ জোরদার করার পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় উপকারভোগীরা ছাগল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটি তাদের পরিবারের আয়ে সহায়তা হবে বলে জানান।
প্রকল্প কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের সহায়তা উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ–সামাজিক অবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

