প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা সদরের লাবসায় তাঁতীদলের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর বুধবার মাগরিব বাদ সদর উপজেলার লাবসা ইউনিয়নের পলিটেকনিক ইন্সটিটিউট মোড়ে সদর উপজেলা তাঁতীদলের আয়োজনে সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন।
বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আপোষহীন নেত্রী, বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি খ্যাত নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরুহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান ও মাওঃ মহিবুল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব নাহিদ হাসান টিপু, ইউনিয়ন তাঁতীদল নেতা মোঃ শফিকুল ইসলাম শফি, আজমল হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক, শেখ মাহবুবুর রহমান, আমিরুল হক বাবলু, কাজী এহসানুল হক, শিমুল, মীর মোশাররফ হোসেন, ছোট বাবু, আব্দুল করিম, শেখ আনোয়ার হোসেনসহ স্থানীয় জনসাধারণ।

