প্রেস বিজ্ঞপ্তি : সারসা বাহরুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পাটকেলঘাটার সারসাস্থ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক আবু সেলিম।
মাদ্রাসার সুপার মোস্তফা আব্দুর রহমান আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এসসিটি শিক্ষক আব্দুস সাত্তার, বাংলার সুমি খাতুন, গণিতের খোরশেদ আলম, ইংরেজির মাহমুদুল হাসানসহ অন্যরা।
এসময় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, পিতা-মাতার পরেই শিক্ষকরাই অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকদের দেখানো পথেই তারা এগিয়ে যাবে। যে কারনে শিক্ষকদের জাতি গড়ার কারিগর বলা হয়। আগামীতে সকলের প্রচেষ্টা এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন তিনি। ###

