আসাদুজ্জামান : সাতক্ষীরায় একই স্থানে একই সময়ে দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্টান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বেলা ৩টা থেকে ২৪ ঘন্টার জন্য এই ১৪৪ ধারা জারি করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল হোসেন জানান, সস্প্রতি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন পরিষদের ভাইচ চেয়ারম্যান মাহবুবুুল আলম খোকন। রোববার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি এলাকায় আসেন। দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় পারুলিয়া বাসস্টান্ড এলাকায় চেয়ারম্যান গনির একটি সংবর্ধনা সভার আয়োজন করে।
এদিকে একই সময় একই স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। একই স্থানে দু’টি সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেয়ায় আইন শৃঙ্খলা পরিস্থির অবনতির আশংকায় দেবহাটা উপজেলা প্রশাসন পারুলিয়া বাসস্টান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৪ ঘণ্টা এই ১৪৪ ধারা বলবত থাকবে বলে তিনি জানান।