দেবহাটা ব্যুরো : দেবহাটায় সংবাদ প্রকাশের জের ধরে ২০১৩ সালে নাশতকায় শিকার অসুস্থ ওমর আলীর পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা। গতকাল ডেইলি সাতক্ষীরায় নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর আলী টাকার অভাবে চিকিৎসা হতে পারছেন এমন সংবাদ প্রকাশ হয়। তাৎখনিক ওমরের সহযোগিতায় এগিয়ে আসেন আওয়ামীলীগের শীর্ষ পর্যয়ের নের্তৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উক্ত আওয়ামীলীগ নেতার সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানর সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পদাক বিজয় ঘোষ, ছাত্রলীগের আফজাল হোসেন, আবু রায়হান, মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা। অসুস্থ ওমর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরমর্শ প্রদান করেন নের্তৃবৃন্দরা। তাছাড়া দলের পক্ষ থেকে তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট