মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর সদরে মাই ওয়ান ও মাই চয়েস শো রুমের উদ্বোধন করা হয়েছে। ১২ জুলাই ২০১৭ রোজ বুধবার এ শো রুমটি উদ্বোধন করেন-সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাই ওয়ান ও মাই চয়েস এর কর্মকর্তা সালেহ আহমদ সুমন(এজিএম), ইব্রাহিম হোসেন (এডিএম), শ্যামনগর প্রেসক্লাব উপদেষ্টা প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সেক্রেটারী জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিশিষ্ঠ সমাজ সেবক সোহেল রানা বাবু, বিশিষ্ট বই ব্যবসায়ী রোকন উদ্দীন বাবু, মুফতী মাওঃ আব্দুল খালেক, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী শেখ ফিরোজ হোসেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মহল ও সমাজ সেবক প্রমূখ। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন-রফিকুল ইসলাম(এনএসএম)। শ্যামনগর সদর সাউথ বাংলা ব্যাংক সংলগ্ন মাই ওয়ান ও মাই চয়েস শো রুমে ফ্রিজ, টেলিভিশন, এসি,রাইস কুকার ,কারি কুকার,বেলেন্ডার, বৈদ্যুতিক ফ্যান, ইনজেকশন চুলা, গ্যাসের চুলা, মটর, আইপিএস, ইউপিএস, স্টাবলাইজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করার জন্যে স্থান পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ ধরণের পণ্য ক্রয় করতে সহজেই হাতের নাগালে পাওয়ায় সময় ও অর্থ অপচয় রোধ হবে এবং শ্যামনগরের উন্নয়নের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে বলে সুশীলসমাজ মনে করেন।