এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ন ছোট-বড় কার্পেটিং সড়কগুলো জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় সংবাদ কর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) সচিত্র ছবি ও সংবাদ প্রকাশ করে ঝড় তুললেও টকন নড়েনি সংশ্লিষ্ট কতৃপক্ষের। তাই দক্ষিণ জনপদের অবহেলিত সাধারণ মানুষের চলাচলের জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ করেছে এলাকাবাসী। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা এলাকার মহাসড়কসহ ছোট-বড় কার্পেটিং রাস্তা গুলোর অধিকাংশ জায়গায় পিচ দেওয়া কার্পেটিং উঠে গেছে। সড়ক ও জনপদ বিভাগ নামকাওয়াস্তে লোক দেখানো পুটিং করে কিছুদিন যেতে না যেতেই পূর্বের ন্যায় আবারও সড়কগুলি খানা খন্দে পরিণত হচ্ছে। বর্ষ মৌসুমের শুরুতেই সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অতি ব্যস্ততম রাস্তা ‘বাস টার্মিনাল থেকে কলেজ মোড়’ পর্যন্ত সড়ক দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কালিগঞ্জ টু বাঁশতলা কার্পেটিং রাস্তা দিয়ে যাত্রী সাধারণ অতি ঝুকি নিয়ে চলাচলের বিষয়টি পত্রিকায় ব্যাপক ঝড় তুললেও টনক নড়েনি কতৃপক্ষের। এমনি ভাবে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কার্পেটিং সড়কটি দীর্ঘ কয়েক বছর বেহালদশার মধ্যে থাকলেও সংস্কারের কোন ধরণের উদ্যোগ নেয়নি কোন দপ্তর। ফলে প্রতিদিন হাসপাতালে রোগী আনা নেওয়া ও চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও যাত্রী সাধারণের। সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের সামনে জমে থাকে হাঁটু পানি। রাস্তার দুই ধারে অপরিকল্পিত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় পানি নিস্কাশনের ব্যবস্থা নেই এখানে। অপর দিকে কালিগঞ্জ টু আশাশুনি সড়কের অধিকাংশ জায়গায় কার্পেটিং ও খোয়া উঠে যেয়ে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। একটু বৃষ্ঠি হলেই স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তির শেষ থাকেনা। বালিয়াডাঙ্গা বাজার হয়ে খানপুর পর্যন্ত কার্পেটিং সড়ক, বালিয়াডাঙ্গা বাজার থেকে রামনগর হয়ে কুশুলিয়া পুলিন বাবুর হাট, পারুলগাছা মোড় হয়ে দুম্বোপোতা মোড় পর্যন্ত কার্পেটিং সড়ক, পিরোজপুর মোড় হয়ে সেকেন্দারনগর চৌমহনী কাপেটিং সড়ক, উপজেলা পরিষদ মোড় হয়ে ছনকা কার্পেটিং সড়ক, বালিয়াডাঙ্গা বাজার হয়ে তালতলা খেয়াঘাট কার্পেটিং সড়ক, নলতা চৌমহুনী হয়ে বাগবাটি পর্যন্ত কার্পেটিং সড়ক, নলতা কালিবাড়ী হয়ে তারালী বাজার কার্পেটিং সড়ক, কাজলা মোড় হয়ে বাবুরাবাদ জায়েদানগর কার্পেটি সড়ক, উত্তর কালিগঞ্জ সার্জিক্যাল মোড় হয়ে খানজিয়া কার্পেটিং সড়ক, ভাড়াশিমলা মোড় হয়ে খাদ্যগুদাম কার্পেটিং সড়ক, রতনপুর বাজার হয়ে বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্প কার্পেটিং সড়ক, ধলবাড়িয়া চৌমহুনী হয়ে উকসা বিজিবি ক্যাম্প কার্পেটি সড়ক, শীতলপুর মোড় হয়ে বসন্তপুর বিজিবি ক্যাম্প কার্পেটিং সড়ক। মান্দারতলা সরকারি প্রাইমারী স্কুল মোড় থেকে মোহাম্মাদ নগর মাদ্রাসা কার্পেটি সড়ক, কালিগঞ্জ সাব-রেজিষ্ঠ্রি অফিসের সামনে থেকে গোলখালী হয়ে হেন্নাপোতা কার্পেটিং সড়ক, দক্ষিণশ্রীপুর বাজার হয়ে উত্তরশ্রীপুর কার্পেটিং সড়ক, বন্দকাটি গোরস্থান মোড় হয়ে সরদার পাড়া মোড় পর্যন্ত কার্পেটিং সড়কসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন সড়ক গুলো সংস্কারের অভাবে যাত্রী সাধারণের চলাচলে একবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
পূর্ববর্তী পোস্ট