তালা প্রতিনিধি : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদল যুগ্ন-সম্পাদক খালিদ হাসানকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পরানপুর গ্রামে তার নিজ বাড়িতে তাকে দেখতে যান জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তাকে চিকিৎসা বাবদ ছাত্রদলের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারন সম্পাদক অহেদুজ্জামান আর্জেদ, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারন সম্পাদক আনিছুজ্জামান আনিছ, ইসলামকাটী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক গাজী সুলতান আহম্মেদ, তালা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক নাজমুল হুসাইন, ছাত্রনেতা সৈয়দ আজম, মীর মিল্টন, ফরহাদ হোসেন রনি, গাজী শাহীন, মেহেদী হাসান, জিএম ফারুক, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, আকরামুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম মন্টু, ইদ্রিস, এইইচ জুয়েল, মাছুদ, মনিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ইসলামকাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আজহারুল ইসলাম’র কবর জিয়ারত করেন ও ইসলামকাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান রেজাউল ইসলাম অসুস্থ থাকায় তার বাড়িতে দেখতে যান এবং তার সুস্থতা কামনা করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।