কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জ উত্তরপারে অবস্থিত মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালত ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করেছে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুমের নেতৃত্বে রোববার বেলা ১২ টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থাকা বিভিন্ন প্রজাতির মাছ পরীক্ষা করে সেগুলো ফরমালিন মুক্ত হিসেবে প্রমাণিত হয়। অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমার অধিকারী, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট