ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে স্থাপিত মেটাল ডিটেকটর সরানো হয়েছে। এর পরিবর্তে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে।
স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসরায়েলের এ সিদ্ধান্তের বিষয়ে সোমবার দিবাগত রাতে আল-আকসা মসজিদের পরিচালক শেখ নাজেহ বাকিরাত বলেন, শুধু মেটাল ডিটেকটর সরানোর মধ্য দিয়ে মুসলিমদের দাবি পূরণ হয়নি। মসজিদ প্রাঙ্গণে এখনো নিরাপত্তা ক্যামেরা রাখা হচ্ছে।
আল-আকসা মসজিদ পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা শেখ রায়েদ সালেহ বলেন, ১৪ জুলাইয়ের পর নিরাপত্তার স্বার্থে যেসব উপকরণ স্থাপন করা হয়েছে, সেগুলো সরানোর আগপর্যন্ত কোনো ব্যবস্থা ফিলিস্তিনিরা মেনে নেবে না।
‘এখন পর্যন্ত পরিস্থিতি পরিষ্কার নয়, তারা মধ্যরাতে, আঁধারে বাদুড়ের মতো এই কাজ (মেটাল ডিটেকটর সরানো) করছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে ঘুম থেকে উঠে আমরা কী দেখব, তা আল্লাহই ভালো জানেন’, যোগ করেন রায়েদ।
১৪ জুলাই, শুক্রবার আল-আকসা মসজিদের কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এর পরই ইসরায়েল আল-আকসা প্রাঙ্গণে মেটাল ডিটেকটর বসায়।
এ নিয়ে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।