আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিভিন্ন সময় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার বেলা সাড়ে ১১টার সময় শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটেলিয়নে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোরেরর রিজিয়ন পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, খুলনা বিজিবির সেক্টর কমান্ডার পিএসসি কর্নেল এএসএম আনিসুল হক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমনসহ বিজিবি কর্মকর্তারা।
১৭ বিজিবির উপ-পরিচালক রেজোয়ান-উল-ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২২ মে ২০১৭ তারিখ পর্যন্ত ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ১২’শ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, ১.৯ কেজি গাজা, ১৮ হাজার ৫২ পিচ বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ৩ লিটার দেশী চোরাই মদ, ২১৮ ক্যান ভারতীয় বিয়ার, ৩ হাজার ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল। এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫৭ লাখ ২৪ হাজার ৩১০ টাকা। তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির অভিযান এষনও অব্যাহত থাকবে।