নলতা প্রতিনিধি : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের মোহাম্মাদ আলীর পুত্র মানসিক প্রতিবন্ধী মো.নাঈম হোসেকে ফিরে পেয়েছে তার পরিবার। জানা যায় গত মঙ্গলবার (২৫ জুলাই) কালিগঞ্জ উপজেলার পারুলগাছা বাজারে অবস্থিত মেসার্স ইদ্রিস এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী আলহাজ¦ মো. ইদ্রিস আলীসহ এলাকার কিছু সচেতন ব্যক্তি ডেইলি সাতক্ষীরাসহ বিভিন্ন পত্র-পত্রিকার প্রকাশিত সংবাদটি পড়েন। গণমাধ্যমে প্রকাশিত হারানো ব্যক্তির বর্ণনা অনুযায়ী তাদের সামনে রাস্তায় চলাফেরা করা মানসিক প্রতিবন্ধী নাঈম হোসেনের বর্ণনার সাথে মিলে যায়। তখন ইদ্রিস আলী সংবাদে উল্লেখিত তার স্বজনদের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে তার পরিবারের কাছে ফেরত দিয়েছে বলে নাঈমের চাচা ইউসুফ আলী জানান।
উলেখ্য, গত ২১ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের মো. নাঈম হোসেন (১৫) সে তার বাড়ি থেকে কাউকে কোন কিছু না বলে বাহির হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভব সকল স্থানে খোজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া না যাওয়ায় উক্ত ঘটনায় নাঈমের চাচা মো. ইউসুফ আলী দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ৯৪০।
এদিকে হারানো ছেলে নাঈমকে ফিরে পেয়ে তার চাচা মো. ইউসুফ আলী এই প্রতিবেদকসহ সংশ্লিষ্ট গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম হচ্ছে গরীবদের শেষ আশ্রয় স্থল। আজ আমাদের দেশে গণমাধ্যম আছে বলেই আমরা সেখানে গিয়ে সুখ-দুঃখের কথা বলে তার একটা সুষ্ঠু সমাধান পেয়ে থাকি।
পূর্ববর্তী পোস্ট