খন্দকার আনিসুর রহমান আনিস : যুবলীগে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় হাটের মোড়স্থ ৮নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে যুবলীগের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউসুফ সুলতান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ সাহিদ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবলীগের মেহেদী হাসান, ৬নং ওয়ার্ড যুবলীগের হাসিব ও বিপ্লব, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াছ কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ যুবলীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় জেলা যুবলীগের আহবায়ক বলেন, সাতক্ষীরা যুবলীগ রাজনীতি করে মাটি ও মানুষের জন্য। যারা জামাত শিবিরের রাজনীতি করে তাদের সাতক্ষীরার মাটিতে স্থান নেই। যুবলীগ সাতক্ষীরার মাটিতে যা বলে তাই করে দেখায়। সেটা বিগত জেলা পরিষদ নির্বাচনে করে দেখিয়েছে। আগামী সংসদ নির্বাচনেও দেখিয়ে দেবে। যুবলীগ কোনো কুচক্রী মহলের কাছে মাথা নত করবে না। তিনি ওয়ার্ড, ইউনিয়নসহ সকল পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের শক্তিশালী হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতা পর দেশের খাদ্য গুদামে কোনো খাদ্য ছিলনা। ছিলনা বেচে থাকার মতো পরিবেশ। তখন বঙ্গবন্ধু দেশে ফিরে দেশ পুর্নগঠনের কাজে আত্ম নিয়োগ করেন। আজকে আমরা স্বাধীনভাবে বেচে থাকার যে অধিকার ভোগ করছি সেটা বঙ্গবন্ধুরই অক্লান্ত পরিশ্রমের ফলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার পাশে থেকে কাজ করার জন্য যুবলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি। পরিশেষে তিনি অরো বলেন, আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে যুবলীগসহ সকল স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এক যোগে কাজ করতে হবে।
পূর্ববর্তী পোস্ট