তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : উন্নয়নে এগিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় চিরসবুজ-শ্যামলীর দেশ বাংলাদেশ। অর্থ-সামাজিক উন্নয়নে দেশ এখন বিশ্বের রোল মডেল। উন্নয়নে দেশ যে এগিয়ে চলেছে তা গ্রামের মানুষের অর্থ-সামাজিক অবস্থা দেখলে বুঝা যায়। আমাদের দেশ ইতিমধ্যে নি¤œ আয়ের দেশের গ্লানি ঘুচিয়ে নিয়ে মধ্য আয়ের দেশের মর্যাদা লাভ করেছে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার গতি শুরু হয়েছে। খানজিয়া বাজার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
বুধবার বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলায় খানজিয়া বাজারে এলজিইডি কর্তৃক খানজিয়া বাজার উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, যুবলীগের কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, ছাত্রলীগের নলতা ইউনিয়ন সভাপতি ফিরোজ শাহরিয়ার, সাংবাদিক তোষিকে কাইফু, জাহিদ হাসান, আ’লীগ নেতা শমসের আলীসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-নেতৃবৃন্দ।
এসময় ডা. রুহুল হক এমপি শোকের মাস আগস্টের তাৎপর্য ও সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকা- জনগণের মাঝে তুলে ধরেন।