নেইমারের পর কি এবার রোনালদো? ইঙ্গিত কিন্তু তেমনই। স্পেন থেকে ইংল্যান্ডে ফিরতে চাইছেন ক্রিশ্চিয়ানো।
শনিবার স্প্যানিশ আদালতে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন সিআর সেভেন।
এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে রিয়ালের তারকা রোনালদোর বিরুদ্ধে। সোমবার স্প্যানিশ আদালতে হাজির হয়েছিলেন। তার ছবির স্বত্ব বিক্রি নিয়ে বিপুল অর্থের কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে সিআর সেভেনের বিরুদ্ধে। যদিও রোনালদোর দাবি, তার ছবির স্বত্ব নিয়ে তিনি কোনও ‘স্পেশাল স্ট্রাকচার’ তৈরি করেননি। এই স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন রোনালদোর স্পোর্টস আইনজীবী ক্রিস ফার্নেল।
রোনালদো বলেন, ক্রিস আমাকে বলেছিল, সব ফুটবলার যেটা করে আমিও সেটা করছি। আমি কোনও ব্যতিক্রম নয়।
সিআর সেভেন আরও বলেন, মাঠে সব সময় অন্যদের থেকে আদালা কিছু করার চেষ্টা করি। কিন্তু মাঠের বাইরে আমি সবার মতোই থাকতে চাই। দোষী প্রমাণিত হলে জরিমানা বাবদ ২ কোটি ৮০ লাখ ইউরো দিতে হবে রোনালদোকে। এমনকি সাড়ে তিন বছরের জেলও হতে পারেন পর্তুগীজ অধিনায়কের।