ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত মধুর’- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে ২২ শ্রাবণ রোববার বেলা সাড়ে ১২ টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কবি গুরুর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সঞ্চালনায় বিশেষ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ, প্রভাষক মাসুদুর রহমান, বিলকিস আক্তার, রতন কুমার ঘোষ, গ্রন্থাগারিক আরেফা ফারজানা, সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক প্রবীর কুমার দেবনাথ। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিয়াংকা আচার্য্য, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা দত্ত ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মনিষা প্রমুখ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।
পূর্ববর্তী পোস্ট