নিজস্ব প্রতিবেদক : ‘আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১০দিন ব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণমালা একাডেমির আয়োজনে সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী মেহের নিগার আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, অধীতি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি নাসরীন খান লিপি, লিনেট ফাইন আর্টস সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, প্রধান প্রশিক্ষক জয়দ্বীপ চক্রবর্তী, সহযোগি শিক্ষক সৌমিত হালদার, অ¤্রন্দে হালদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, কন্ঠ শিল্পী মনজুরুল হক, তৃপ্তি মোহন মল্লিক, পিএন বিয়াম ল্যাব. স্কুলের উপাধ্যক্ষ ইমদাদুল হক ও চিত্র শিল্পী এম.এ জলির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাহিদা পারভীন পান্না।
পূর্ববর্তী পোস্ট