নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জীবনের উপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উমামা তাসনিম নিশাত। সে সাতক্ষীরার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল বিএনবিয়াম ল্যাবলেটরি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী ও পলাশপোল দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও সালমা সুলতানা শিল্পীর কন্যা। এছাড়া নিশাত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও ৩য় স্থান অধিকার করেছে। মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার নুর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন প্রমুখ। পরে সদর সাংসদ নিশাতের হাতে পুরস্কার তুলে দেন
শোক দিবসের রচনা প্রতিযোগিতায় নিশাত প্রথম
পূর্ববর্তী পোস্ট