মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী মমতাজুন নাহার ঝর্ণার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু ও তার স্ব পরিবারকে হত্যা করার মূল উদ্দেশ্য ছিল সরকার পরিবর্তন নয়, স¦াধীন বাংলাদেশকে পাকিস্থান বানাতে চেয়েছিল । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র মুক্ত ও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ধারাকে ব্যহত করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র আজও এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এ জন্য আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী সাহানা মহিদ, যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোকসানা পারভীন ও সাংগঠনিক সম্পাদিকা শাকিলা ইসলাম জুঁই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী এড. ফরিদা আক্তার বানু।
বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন – এমপি রবি
পূর্ববর্তী পোস্ট