‘রূপালী’ শিরোনামের একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের কাজ করছেন পূর্ণিমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।
নাটকটি নির্মাণ করছেন সাখাওয়াত মানিক। গল্পটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু।
যেকোনো বিচ্ছিন্ন ঘটনাকে রূপালী ইতিবাচকভাবে দেখার চেষ্টা করে। একসময় শ্বশুরবাড়িতে এক ব্যক্তিকে আশ্রয় দেয়। সেই ব্যক্তি পরে বাসার সবকিছু নিয়ে পালিয়ে যায়। রূপালীর উপর শ্বশুরবাড়ির লোকজন খুব বিরক্ত হয়। এগিয়ে যায় গল্প।
পূর্ণিমা বলেন, গল্প ভাবনায় নতুনত্ব আছে। যে কারণে চিত্রনাট্য পড়ে ভালো লাগায় কাজটি করছি। তাছাড়া সাখাওয়াত মানিকের নির্দেশনায় এবারই প্রথম কোনো নাটকে কাজ করছি। একটি দারুণ টিমওয়ার্কের মধ্য দিয়েই আমরা গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হবে।
কোরবানির ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত একুশে টিভির পর্দায় ‘রূপালী’ রূপে দেখা যাবে পূর্ণিমাকে। নাটকে আরও অভিনয় করছেন জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মনিরা মিঠু, এফ এস নাঈম, নাদিয়া খানসহ অনেকে।