মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘মেয়েরা হচ্ছে মায়ের জাত। একটি নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষত হয়। তাই নারীদেরকে যুগপোযোগি শিক্ষায় গড়ে তুলতে হবে। একজন শিশুর প্রথম শিক্ষক হিসেবে শিক্ষা দেয় তার মা। তিনি আরো বলেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি, জে.এস.সি ও পি.এস.সিতে সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফলাফলে প্রথম হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভাল ফলাফল অব্যাহত রাখতে শিক্ষকদের আরো মনোযোগি হওয়ার আহবান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার একি মিত্র চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, শিক্ষক মো. শফিকুল ইসলাম, আফসারুজ্জামান বাবু, ম্যানেজিং কমিটির সদস্য রহমত সরদার, শিক্ষক তৈবুর রহমান, জাহিদ হাসান, সিরাজুল ইসলাম, শামীম পারভেজ, নওরোজ, কবির আহম্মেদ, দেবব্রত কুমার, রাবেয়া খাতুন, শাহীনা পারভীন, লিপিকা রাণী, সাবিনা শারমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল লায়লা বিথি ও ফারুক হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আক্তারুজ্জামান।
পূর্ববর্তী পোস্ট