কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্রবলভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৬‘শ ৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে পুকুরে মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, মৌতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। এছাড়া উপজেলা বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কালিগঞ্জে মাছের পোনা অবমুক্ত
পূর্ববর্তী পোস্ট