ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলাওয়ামায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সকালে এই হামলায় ছয়জন আহতও হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনজন বন্দুকধারী পুলিশ লাইনে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। সেখানে জম্মু ও কাশ্মিরে কয়েকশ পুলিশ ছিলো। ভেতরে ঢুকে সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালান এবং গ্রেনেড ছোড়েন। সেখানেই এক পুলিশ সদস্য নিহত হন।
কর্মকর্তারা জানান, তারা লাইন থেকে সব পুলিশদের সরিয়ে নিচ্ছেন এবং অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এখনও সেখানে গোলাগুলি চলছে।
প্রাথমিকভাবে জানা যায়, সন্ত্রাসীরা তিনতলা ভবন থেকে গুলি ছুঁড়ছে। িএখনও অনেক পুলিশ সেখানে আটকা পড়ে আছে। তবে কাউকে জিম্মি করা হয়নি বলে দাবি কর্মকর্তাদের।
পুলিশের মহাপরিদর্শক মুনির আহমেদ খান বলেন, ‘আমরা সবাইকে সরিয়ে নিচ্ছি। সেখানে সিপিআরএফ এবং পুলিশ সদস্যরা রয়েছেন।’