নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাম-নাত, কবিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শেখ আমানুল্লাহ কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমের সভাপতিত্ব করেন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলী গাজী, বীর মুুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলেজের গভানিং বর্ডির সদস্য এড. শেখ কামাল রেজা ও মিজানুর রহমান।
সহকারি অধ্যাপক ইউনুছ আলী খান, আবুুল হোসেন, এইচ এম কামরুজ্জামান পলাশ, মোখলেছুর রহমান, সোলাইমান হোসেন, আনোয়ার হোনেসসহ শিক্ষক-শিক্ষার্থীরা এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
কলেজের বাংলা বিষয়ের প্রভাষক রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আমানুল্লাহ কলেজে শোক দিবসের আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট